কয়েকমাসের বিরতির পর ছোটপর্দায় অনুজিৎ
ওগো নিরুপমা ধারাবাহিকে হ্যারির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন অভিনেতা অনুজিৎ সরকার। কিন্তু এই ধারাবাহিক শেষ হওয়ার পর তার জীবন অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যায়। ডাক পাচ্ছিলেন না কোনো মেগা থেকে। ক্ষুব্ধ হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন তার লেখনীর মাধ্যমে। খারাপ সময় দিয়ে যেতে যেতে অবশেষে অনুজিতের কাছে ভালো খবর এসেছে। সদ্য স্টার জলসায় আলতা ফড়িং ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে সুযোগ পেয়েছেন তিনি। নিজের চরিত্র নিয়ে জনতার কথা কে অনুজিৎ জানালেন, আমি বেসিক্যালি একজন গুন্ডা যে ফড়িং-এর বাবার হয়ে কাজ করে। ফড়িং এর বাবা নির্মল আমাকে কাজে লাগিয়েছেন। আমার পরিচয়টা বর্তমানে গোপন আছে। হয়তো ভবিষ্যতে রিভিল করা হবে যে আমি বেসিক্যালি কে। আমার কাজ হচ্ছে ফড়িং ও তার মা কে কিডন্যাপ করে আটকে রাখা। এটা ক্যামিও ক্যারেক্টার বলতে পারো। তবে কতদিনের ট্র্যাক সেটা সিরিয়ালের ওপর নির্ভর করছে।